বিশ্বের তাবড় ব্যাডমিন্টন খেলোয়াড়কে হারাতে পারেন পিভি সিন্ধু। কিন্তু স্পেনের ক্যারোলিনার সামনে পড়লেই তাঁর কিছু একটা হয়। বিশেষত বড় প্রতিযোগিতায়। সেখানে আর জিতে উঠতে পারেননা তিনি। এবারও সেই পরম্পরা বজায় রইল। অলিম্পিকে মহিলা সিঙ্গলসের ব্যাডমিন্টন ফাইনালে ক্যারোলিনার কাছে হেরেই সোনা হাতছাড়া হয়েছিল পিভির। এবার চিনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও সেই এক ঘটনার পুনরাবৃত্তি। মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সিন্ধু-ক্যারোলিনা। রবিবার সেই খেলায় প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না সিন্ধু। ২১-১৯-এ হেরে পিছিয়ে যান। দ্বিতীয় সেটে কিন্তু সিন্ধুকে দাঁড়াতেই দেননি ক্যারোলিনা। ২১-১০ পয়েন্টে হেলায় জেতেন তিনি। জিতে নেন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবও। এখানেও সেই দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে।
বিশ্ব ক্রমতালিকায় কিন্তু ক্যারোলিনা ছিলেন অষ্টম স্থানে। সেখানে সিন্ধু ছিলেন তৃতীয় স্থানে। সেদিক থেকে এগিয়ে থাকলেও ক্যারোলিনা সামনে পড়লে কিন্তু বড় প্রতিযোগিতায় হেরেই যাচ্ছেন সিন্ধু। যদিও কদিন আগে ইন্দোনেশিয়ায় একটি প্রতিযোগিতায় ক্যারোলিনাকে হারাতে সক্ষম হন তিনি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের মত বড় প্রতিযোগিতায় দাঁড়াতে পারলেন না সিন্ধু।