সময়টা একদম ভাল যাচ্ছেনা। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থতা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদম ফর্ম নেই। যা সাইনা নেহওয়ালের অবস্থা। একই অবস্থা পিভি সিন্ধুর। ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন মিট-এ প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন সাইনা। পিভি সিন্ধু প্রথম রাউন্ডটা উতরে গেলেও পরের রাউন্ডে আর পারলেননা। শুরুটা অবশ্য পিভি-র নিজস্ব মেজাজেই করেছিলেন তিনি। কিন্তু পরের দিকে তাঁর সেই পারফর্মেন্স দেখতে পেলেননা দর্শকরা।
ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন মিট-এর দ্বিতীয় রাউন্ডে পিভি মুখোমুখি হয়েছিলেন জাপানের সায়াকা তাকাহাশিয়া-র। নিজস্ব দাপটেই শুরু করেন পিভি সিন্ধু। পিভির সামনে কার্যত দিশাহীন ঠেকছিল সায়াকাকে। ২১-১৬ পয়েন্টে প্রথম রাউন্ডে সায়াকাকে উড়িয়ে দেন পিভি। বাকি ছিল ২টি রাউন্ড। তার একটি জিতলেই জয়ী হতেন ভারতের ব্যাডমিন্টন নক্ষত্র পিভি সিন্ধু।
প্রথম রাউন্ড সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে পুরো খেলা বদলে ফেলেন সায়াকা। এবার পিভি ক্রমশ চাপে পড়তে থাকেন। পরে আর দাঁড়াতেই পারেননি তিনি। ১৬-২১ পয়েন্টে হার মানেন পিভি। ফলে শেষ রাউন্ড হয়ে দাঁড়ায় মরণবাঁচনের। সেখানে ২ জনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। কিন্তু সেখানেও সামান্য ব্যবধানে হলেও পিভিকে পরাস্ত করতে সমর্থ হন সায়াকা। জেতেন ১৯-২১ পয়েন্টে। ফলে ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন মিট-এর মঞ্চ থেকে এবারের মত ছিটকে গেলেন পিভি সিন্ধু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা