Sports

সিন্ধুকে সেলাম জানাতে সাজল মহাসিন্ধুর পাড়

টোকিও অলিম্পিকসে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক এনে দেওয়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে সম্মান জানাতে সেজে উঠল এ ভারতের মহাসিন্ধুর পাড়।

টোকিও অলিম্পিকস থেকে ব্রোঞ্জ জিতে মঙ্গলবার দেশে ফিরলেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টন তারকাকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বহু মানুষ। বিমানবন্দর থেকে বার হওয়ার সময় গলায় ঝোলানো পদক তুলে সকলকে দেখান সিন্ধু।

সিন্ধু দেশের হয়ে রেকর্ড গড়েছেন। ২টি অলিম্পিকস থেকে ভারতের হয়ে তিনিই প্রথম মহিলা ক্রীড়াবিদ যিনি কোনও একক ইভেন্টে পদক জিতে আনলেন। গতবার রিও অলিম্পিকসেও রুপো পান সিন্ধু।


এদিন সিন্ধু দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করেন। সিন্ধুর পদক জয়ের আনন্দে জয়ের দিনই সেজেছিল মহাসিন্ধুর পাড়ও। সে ছবি পোস্টও করেছিলেন এক শিল্পী।

Pusarla Venkata Sindhu
অলিম্পিক পদক সমেত পিভি সিন্ধু, ছবি – আইএএনএস

পুরীর সমুদ্র সৈকতে বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক এক অপরূপ সুন্দর বালি শিল্প সাজিয়ে তুলেছিলেন পিভিকে সেলাম জানিয়ে। সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের তালে বয়ে আসা বালির কণা একত্রিত হয়ে দেশের গর্ব পিভি সিন্ধুকে সম্মান জানিয়েছিল সুদর্শনের হাতের ছোঁয়ায়।


বালির রঙে মিশেছিল আরও রং। সমুদ্রের পাড়ে সেই অপরূপ সেলাম দেখতে যেমন বহু মানুষ হাজির হয়েছিলেন, তেমনই সুদর্শন সেই কাজ নিজে সোশ্যাল সাইটে আপলোড করেন। পিভি সিন্ধুকে অভিনন্দনও জানান এই অনন্য উপায়ে।

সুদর্শনের কাজ নজর কাড়ে পিভি সিন্ধুর। তিনি ট্যুইট করে সুদর্শন পট্টনায়েককে তাঁর কাজের জন্য অভিনন্দন জানান। হাত জোড় করে পাল্টা সম্মান জানান সিন্ধু।

প্রসঙ্গত ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে পৌঁছনোর পর তাঁদেরও একইভাবে তাঁর বালি শিল্প দিয়ে সম্মান জানান সুদর্শন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button