চায়না ওপেন জিতলেন পিভি সিন্ধু। অলিম্পিকে রূপো জয়ী সিন্ধুর এটাই প্রথম কোনও ব্যাডমিন্টন সুপার সিরিজ খেতাব জয়। এদিন টানটান উত্তেজনার ম্যাচে চিনের সুন ইউকে হারিয়ে দেন সিন্ধু। ৩ ম্যাচের ফাইনালে প্রথম খেলা ২১-১১ পয়েন্টে জেতেন সিন্ধু। কিন্তু পরের ম্যাচেই ১৭-২১ এ জিতে খেলায় ফেরেন সুন ইউ। ফলে তৃতীয় খেলাটি হয়ে দাঁড়ায় মরণবাঁচনের। আর সেখানেই বাজিমাত করে দিলেন ভারতে ২১ বছরের এই দক্ষিণীকন্যা।
২১-১১ পয়েন্টে তৃতীয় ম্যাচে সুন ইউকে উড়িয়ে চায়না ওপেন পকেটে পুরে নিলেন তিনি। এই জয়ের ফলে সিন্ধুই হলেন তৃতীয় অ-চিনা প্রতিযোগী, যিনি চায়না ওপেন জিতে নিলেন। এর আগে ২০০৭ সালে মালয়েশিয়ার উং মিউ কু ও ২০১৪ সালে ভারতে সাইনা নেহওয়াল এই প্রতিযোগিতা জিতেছিলেন।