অলিম্পিকে স্পেনের ক্যারোলিনার কাছে হেরে সোনার মেডেল অধরা ছিল ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। সেই কষ্ট ভোলার নয়। কিন্তু জ্বালাটা যে বুকের মধ্যে লুকনো ছিল তা এদিন বুঝিয়ে দিলেন পিভি। ইন্ডিয়ান ওপেন সুপারসিরিজের ফাইনালে সেই ক্যারোলিনারই মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। হয়তো মনে মনে প্রতিজ্ঞা করেই রেখেছিলেন। কঠোর অধ্যবসায় ফলও দিয়েছে। অলিম্পিকে হারের মধুর প্রতিশোধ নিয়েছেন সিন্ধু। তাও আবার বিশ্বের ৩ নম্বরকে স্ট্রেট সেটে হারিয়ে। খেলার ফল ২১-১৯, ২১-১৬। ৪৭ মিনিটের টানটান খেলায় ক্যারোলিনাকে যেভাবে পর্যুদস্ত করলেন গোপীনাথের ছাত্রী, তাতে ভারতের ব্যাডমিন্টন মহল হতবাক।
অসাধারণ বললেও বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা সিন্ধুর এদিনের খেলাকে কম বলা হবে। ক্যারোলিনার খেলার ধরণ পিভির চেনা। সেই খেলার দুর্বলতাগুলো নিয়ে কতটা হোমওয়ার্ক তিনি করে রেখেছিলেন তা এদিন মাত্র ৪৭ মিনিটে বুঝিয়ে দিলেন সিন্ধু। দিল্লিতে জিতে নিলেন ভারত ওপেন। এর আগে ভারত ওপেন জিতেছিলেন দেশের দুই তারকা। সাইনা নেহওয়াল ও কিদাম্বি শ্রীকান্ত। দুজনেই এই খেতাব জেতেন ২০১৫ সালে।