হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও বিশ্বচ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে তিনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নন। যে ওকুহারা তাঁকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শিরোপা ঝুলিতে পুরেছিলেন, জাপানের সেই নোজুমি ওকুহারাকে কোরিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে হারিয়ে ফের একবার নিজের যোগ্যতার প্রমাণ দিলেন ভারতের পিভি সিন্ধু। বরং বিশ্বচ্যাম্পিয়নশিপে যে লড়াই পিভি দিয়েছিলেন, সেই লড়াই এদিন দিতে পারেননি ওকুহারা। ম্যাচের ফল ২২-২০, ১১-২১, ২১-১৮। সিন্ধুই প্রথম ভারতীয় যিনি কোরিয়া ওপেন সুপার সিরিজ জিতলেন।
দ্বিতীয় গেমে ওকুহারা সহজে ফিরলেও তৃতীয় ম্যাচে পিভি তাঁর জাত চিনিয়ে দিয়েছেন। তবে এদিনের ম্যাচের সেরা পাওনা বেশ কয়েকটি চোখ জুড়ানো ব়্যালি। কোরিয়া ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জনের পর পিভিকে ট্যুইট করে অভিনন্দন জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।