বিশ্বচ্যাম্পিয়ন নোজুমি ওকুহারা-র কাছে হেরে গেলেন পিভি সিন্ধু। হারের ফলে জাপান ওপেন সুপারসিরিজ থেকে কার্যত খালি হাতেই বিদায় নিতে হল প্রতিযোগিতার চতুর্থ বাছাই পিভিকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওকুহারার কাছে হারের পর পিভি তার মধুর প্রতিশোধ নেন কোরিয়া ওপেনে। কিন্তু সেই রেশ কাটার আগাই ফের ওকুহারার কাছে হারতে হল তাঁকে।
এদিন কার্যত নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সিন্ধু। প্রথম ম্যাচে দু’বার লিড পেলেও অবশেষে ২১-১৮-তে হার স্বীকার করতে হয় তাঁকে। দ্বিতীয় ম্যাচে অবস্থা ছিল আরও খারাপ। প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ২১-৮ পয়েন্টে গেম জিতে নেন ওকুহারা। দাঁড়াতেই পারেননি পিভি। ৪৭ মিনিটে স্ট্রেট সেটে হার বড় ধাক্কা হায়দরাবাদের এই তরুণী শাটলারের জন্য। তারচেয়েও বড় ধাক্কা এত দ্রুত ওকুহারার কাছে হারটা। বিশ্বচ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াই হয় ১১০ মিনিটের, কোরিয়া ওপেনেও ৮৩ মিনিটের টানটান খেলা। তারপর এদিন এমন জঘন্য হার। এদিন সিন্ধুর পর প্রায় একই ভাবে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন সাইনা নেহওয়ালও। অন্যদিকে পিভি ও সাইনা হারলেও এগোচ্ছেন পুরুষ বিভাগে ভারতের ২ প্রতিযোগী শ্রীকান্ত ও এইচএস প্রণয়। দুজনেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।