জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাঝেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। নেপালের ৩৯ তম প্রধানমন্ত্রী হিসাবে মাত্র ৯ মাস প্রধানমন্ত্রীর চেয়ার সামলালেন এই মাও নেতা। কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর দফতর সিংহ দরবার থেকে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে ৬২ বছরের এই বাম নেতার দাবি এই ৯ মাস প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তিনি প্রতিবেশি রাষ্ট্রগুলির সঙ্গে নেপালের সম্পর্কের উন্নতি করতে সমর্থ হয়েছেন।
গতবছর অগাস্টে নেপাল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর প্রচণ্ড প্রধানমন্ত্রী হন। সূত্রের খবর, এদিন তাঁর ইস্তফার পর এবার সেই পদে নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা শপথ নিতে চলেছেন। এর আগে ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্তও নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মাও নেতা প্রচণ্ড। সেই সময়ে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ভাল অবস্থায় ছিল না। তবে এবার উল্টোটাই হয়েছে। চিনের কাছাকাছি থাকাটা স্বাভাবিক হলেও, এবার কিন্তু প্রচণ্ড চিনের চেয়ে ভারতের সঙ্গেই বেশি মধুর সম্পর্ক স্থাপন করেছিলেন।