Entertainment

অন্য দেশেও ছড়াল পুষ্পা জ্বর, তাও আবার তাদের ভাষায়

বিশ্বের অন্যতম এক শক্তিধর রাষ্ট্রেও এবার ছড়িয়ে পড়তে চলেছে পুষ্পা জ্বর। ২৪টি শহরে ছড়াতে চলেছে এই জ্বর। তাও আবার তাদের বোধগম্য হয়ে।

পুষ্পা জ্বর যে কি তা ইতিমধ্যেই ভারত টের পেয়েছে। দাক্ষিণাত্যে প্রথমে আছড়ে পড়ার পর তা ক্রমে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যাতে কাবু হতে থাকেন অনেকেই।

গোটা দেশের মানুষের কাঁধ অদ্ভুতভাবে বাঁক নিয়ে কেরামতি দেখাতে থাকে। সেই অদ্ভুত এক সংক্রমণ এবার ছড়াতে চলেছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়ায়।


রাশিয়ার মোট ২৪টি শহরকে কাবু করতে চলেছে এই জ্বর। তাও আবার ডিসেম্বরের একদম শুরুতেই। ডিসেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যেই যা হওয়ার হবে।

দক্ষিণী নায়ক আল্লু অর্জুন এবং নায়িকা রশ্মিকা মন্দানার যুগলবন্দিতে পুষ্পা: দ্যা রাইজ, সিনেমাটি ভারত জুড়ে মানুষের মন কেড়েছে। মানুষের মুখে মুখে ঘুরছে এই সিনেমার গান।


শ্রীভল্লি থেকে সামি সামি অথবা ও আন্তাভা, গানেই পুষ্পা বাজিমাত করে দিয়েছে। ভারতে কার্যত নিজের একটা যুগ তৈরি করার পর এবার পুষ্পা দেখানো হতে চলেছে রাশিয়ায়।

রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ সহ ২৪ শহরে রাশিয়ান ভাষায় ডাবিং করে দেখানো হবে এই সিনেমা। প্রসঙ্গত ভারতীয় সিনেমার ভক্ত রাশিয়ানরা অনেক আগে থেকেই।

রাজ কাপুর থেকে মিঠুন চক্রবর্তী, সকলের সিনেমাই রাশিয়ানদের মন কেড়েছে। এঁদের নামও সেখানে জনপ্রিয়। এবার রাশিয়া জয় করতে চলল পুষ্পা।

রাশিয়ায় প্রথম প্রদর্শনের দিন সেখানে একটি অনুষ্ঠানের আয়োজনও হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন পুষ্পা সিনেমার অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক সুকুমার পর্যন্ত অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button