
বাজি পোড়ানো থেকে অগ্নিকাণ্ড ও পদপৃষ্টের ঘটনায় কেরালার মন্দিরে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। আহত ৩৫০ জন। ঘটনার সূত্রপাত রবিবার ভোররাতে। পারম্পরিক রীতি মেনে মালায়লম নববর্ষ উপলক্ষ্যে কেরালার পারাভর শহরের বিখ্যাত পুট্টিঙ্গল মন্দিরে তখন চলছে পূজা, উৎসব। প্রায় ১৫ হাজার ভক্ত তখন মন্দির চত্বরে উপস্থিত। রাত সাড়ে তিনটে থেকে শুরু হয় বাজি পোড়ানো। নববর্ষকে বরণ করে নিতে এখানে ভোররাতে বাজি পোড়ানোর রীতি বহুদিনের। সূত্রের খবর, বাজি পোড়ানোর সময়ই বাজি থেকে মন্দিরের একটা অংশে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে মন্দির চত্বর ছেড়ে বার হওয়ার জন্য ভক্তদের ছোটাছুটি শুরু হয়ে যায়। তখনই বহু মানুষ অগ্নিদগ্ধ ও পদপৃষ্ট হন। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। পুলিশের তরফে দাবি করা হয়েছে এখানে বাজি পোড়ানোর ছাড়পত্র ছিল না। কিন্তু সেই নিষেধাজ্ঞায় কর্ণপাত না করেই বাজি পোড়ানো হয়। আগুনে মন্দিরের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।