উইন্টার অলিম্পিকে ফের পোশাক বিপত্তি। এবার ঘটল ফরাসি আইস স্কেটারের সঙ্গে। বরফের ওপর দুরন্ত পারফরমেন্সে তখন ব্যস্ত ২২ বছরের ঝকঝকে তরুণী গাব্রিয়েলা পাপাদাকিস। সঙ্গী গুইলুঁ সিজেওঁ-র সঙ্গে নিজের সেরাটা উজাড় করতে পুরো মনঃসংযোগ তখন পারফরমেন্সের দিকে। এতদিনের পরিশ্রম তো এই দিনটার জন্য। মেডেল জয়ের জন্য। কিন্তু সেই পারফরমেন্সের মাঝেই ঘটে গেল ভয়ংকর কাণ্ড।
আইস ডান্সের মাঝে আচমকাই তাঁর পোশাকের বাঁ দিকের কাঁধের অংশ গেল খুলে। উন্মুক্ত হয়ে পড়ল দেহের বাঁ অংশ। গোটা বিশ্ব তখন তাঁর পারফরমেন্স দেখছে। বিচারকরা চেয়ে রয়েছেন শ্যেন দৃষ্টিতে। সেই অবস্থায় এক তরুণীর বাম বক্ষ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ার যন্ত্রণা, লজ্জা হয়তো তখন গাব্রিয়েলাই একমাত্র অনুভব করতে পারছিলেন। কিন্তু এতদিনের লড়াই এই অবস্থায় থামিয়ে দেবেন? সিদ্ধান্ত নিলেন তিনি ওই অবস্থাতেই শেষ করবেন পারফরমেন্স। পোশাক ঠিক করার সুযোগ নেই। তাহলেই সব মাটি। তাই মনকে শক্ত করে শেষ করলেন পুরোটা। ওই ভয়ংকর অবস্থাতেই। যদিও পারফরমেন্সের শেষে এই লজ্জা চেপে রাখেননি তিনি। জানিয়েছেন এই অভিজ্ঞতা তাঁর জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে রইল। সর্বসমক্ষে বাম বক্ষ উন্মুক্ত অবস্থায় এক তরুণীর এই লড়াইকে তারিফ করেছেন সকলেই। এই অতি ভয়ংকর পোশাক বিভ্রাটের পরও দ্বিতীয় স্থানে শেষ করেন গাব্রিয়েলা। হয়তো ওই কাণ্ড না হলে ১ নম্বরও হতে পারতেন। কিন্তু এদিনের লজ্জাটা বোধহয় তাঁকে চিরদিন কুরে কুরে খাবে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)