
ছেলেকে দেখামাত্র গুলি করে মারা উচিত বলে জানালেন পাক মডেল কান্দিল বালোচের পিতা আনোয়ার আজিম। শোকসন্তপ্ত পিতা এদিন বলেন, তাঁর ছেলে পরিবারের সম্মানের নামে ছোট্ট মেয়েটাকে খুন করেছে। আস্তে আস্তে দম বন্ধ হয়ে মারা গেছে তাঁর মেয়ে। কান্দিলকে খুন করার আগে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মহম্মদ ওয়াসিম ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। ফলে দোতলায় ঘুমিয়ে থাকলেও তাঁরা এই খুনের বিন্দুবিসর্গ টের পাননি। কান্দিল শেষ মুহুর্তে হয়তো চেঁচিয়েছিল। হয়তো তাঁদের ডেকেও ছিল। কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় তাঁরা সে ডাক শুনতে পাননি। কান্দিলের বাবার দাবি, যে তাঁর মেয়েকে এমনভাবে খুন করেছে তাঁকে যেন দেখামাত্র গুলি করে মারা হয়। অভিযোগ মডেলিং পেশা ছাড়ার জন্য কান্দিলকে বারবার চাপ দিত তাঁর ভাই মহম্মদ ওয়াসিম। ওয়াসিম তাঁর ক্ষতি করতে পারে এমন আঁচ করেই হয়তো কান্দিল কিছুদিন আগে ট্যুইট করে ভারতের নাগরিকত্ব চান। কিন্তু এরমধ্যেই মুলতানের বাড়িতে তাঁকে শ্বাসরোধ করে খুন করে তাঁর ভাই। পরিবারের সম্মানরক্ষার্থে সেই তাঁর ২৬ বছরের দিদিকে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকারও করে ওয়াসিম।