
পাক মডেল কান্দিল বালোচ হত্যায় তাঁর এক তুতো ভাই ও বোনকে গ্রেফতার করল পুলিশ। বোন শাহনাজ ও তুতো ভাই হক নওয়াজকে সোমবার গ্রেফতার করে পুলিশ। মুলতানে ২৬ বছর বয়সী পাক সুন্দরীকে শ্বাসরোধ করে খুন করার কথা আগেই স্বীকার করেছে তার ভাই মহম্মদ ওয়াসিম। পরিবারের সম্মানরক্ষার্থেই সে কান্দিলকে খুন করেছে এবং এজন্য তার এতটুকু আফসোস নেই বলে পুলিশকে জানায় সে। ওয়াসিমকে হেফাজতে নেওয়ার পর এই তদন্তে বেশ কিছু তথ্য হাতে আসে পুলিশের। সেই তথ্যের ভিত্তিতে খুনে মদত দেওয়ার অভিযোগে শাহনাজ ও নওয়াজকে গ্রেফতার করে পুলিশ। এদিকে মৌলবি মুফতি আবদুল কাভি-কেও চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে চলেছে পুলিশ। কাভির সঙ্গে কান্দিল বেশ কিছু ছবি তোলেন। তারপর তা শেয়ার করেন ফেসবুকে। এভাবে মডেলের সঙ্গে ছবি তোলার অভিযোগে কাভিকে রুয়েত-ই-হিলাল কমিটি থেকে বরখাস্তও হতে হয়।