
আর জি কর হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হল এক রোগীর। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি নিজেই পাঁচতলা থেকে ঝাঁপ দিয়েছেন। তবে এখনও কিছুই পরিস্কার নয়। পুলিশ তদন্ত করে আসল ঘটনা জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই হাসপাতালের জরুরি বিভাগের পাঁচতলা থেকে নিচে এসে পড়েন এক রোগী। সোদপুরের ঘোলার বাসিন্দা মধ্যবয়সী মহাদেব ওঁরাও গত ১৬ অগাস্ট এখানে ভর্তি হন। রক্তবমির সমস্যায় জরুরি বিভাগেই ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে পাঁচতলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। পড়ে যাওয়ার সঠিক কারণ অনুসন্ধান করে দেখছে পুলিশ।