
রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরির তদন্ত নিয়ে আগ্রহ বৃহস্পতিবার বীরভূম সফরে গিয়েই দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার তোড়জোড়ও শুরু হয়ে গেল। নবান্ন সূত্রের খবর, গত বছর শেষের দিকেও রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি যাওয়ার তদন্ত করতে চেয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য। কিন্তু তখন তা বেশিদূর এগোয়নি। এবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে ফের সেই চেষ্টা শুরু করল মমতা সরকার। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে এখনও পর্যন্ত হওয়া তদন্তের নথি পেতে কথাবার্তা শুরু করেছে নবান্ন। এদিকে বীরভূমে যেসব গ্যাং একাজ করতে পারে তাদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তভার হাতে পাওয়া এখনও কেন্দ্রের মর্জির ওপর নির্ভরশীল। প্রধানমন্ত্রীর মন্ত্রক সবুজ সংকেত না দিলে রাজ্যের পক্ষে এই তদন্ত করা মুশকিল। তবে মুখ্যমন্ত্রী যে বারবার তদন্তের চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের প্রায় সব মহলই।