Business

মুখ খুললেন রাজন

তাঁকে যেভাবে রাজনৈতিক স্বার্থে আক্রমণ করা হয়েছিল তা জঘন্য। যার কোনও ভিত্তি ছিল না। গোটা আক্রমণটাই ছিল উদ্দেশ্য প্রণোদিত। বুধবার এভাবেই নিজের মনের ক্ষোভ খোলাখুলি প্রকাশ করে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের বিদায়ী গভর্নর রঘুরাম রাজন। রাজনৈতিক মহলের একাংশের মতে, অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে রাজনের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকছিল। সেই অবস্থায় তাঁকে ক্রমাগত আক্রমণ শুরু করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেগুলো মন থেকে মেনে নিতে পারেননি রাজন। তাই আরবিআই গভর্নর হিসাবে নিজের শেষ ঋণনীতি প্রকাশের পরদিনই নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি। পাশাপাশি রাজন আরও বলেন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে তিনি আরও বেশ কিছুদিন থেকে যেতেই চেয়েছিলেন। ব্যাঙ্ক সংস্কারের কাজ সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে যখন যেতেই হচ্ছে তাতে তাঁর কোনও দুঃখ নেই। তিনি খুশি। আগামী ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রঘুরাম রাজনের শেষ দিন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button