২০১১ সালে দিল্লি বিমানবন্দরে তাঁর কাছ থেকে ২ কোটি ৬১ লক্ষ ভারতীয় টাকা মূল্যের মার্কিন ডলার পাওয়া যায়। এমন বিপুল অঙ্কের বিদেশি মুদ্রার নিয়ে বিমান ধরার জন্য যে ধরণের আগাম ঘোষণা করা উচিত তা তিনি করেননি। ফলে তা বিদেশী মুদ্রা বিনিময় আইনকে লঙ্ঘন করে। বাজেয়াপ্ত হয় সেই ডলার। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খানকে নোটিস পাঠাল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
গত সোমবারই নোটিস ইস্যু করা হয়েছে। এখন ইডি-র লক্ষ্য রাহাত কী করেন সেদিকে। তবে এই ইস্যু যে রাহাত ফতে আলি খানের জন্য নয়া সমস্যা তা মেনে নিচ্ছেন অনেকেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)