গত জুলাই মাসে ডাবলিনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা ক্লেয়ার টেলরকে হল অফ ফেমের বিরল সম্মানে ভূষিত করে আইসিসি। কিন্তু ভারতীয় এ দলের কোচিং থাকায় সেদিন সেই সম্মান হাতে তুলে নিতে ডাবলিনে হাজির ছিলেন না রাহুল দ্রাবিড়। তাই সেই সম্মান আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে তুলে দেওয়া হল রাহুল দ্রাবিড়ের হাতে। এই বিরল সম্মানের স্মারক এদিন তাঁর হাতে তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।
আইসিসি হল অফ ফেমের বিরল সম্মান হাতে পেয়ে কার্যতই খুশি রাহুল। তিনি বলেন, এই সম্মান থেকে বোঝা গেল নির্দিষ্ট করে ভারতীয় ক্রিকেট এবং সার্বিকভাবে ক্রিকেটকে তিনি কিছু অন্তত দিতে পেরেছেন। এর আগে আইসিসি হল অফ ফেমে জায়গা পেয়েছেন ভারতের বিষেণ সিং বেদী, সুনীল গাভাস্কার, কপিল দেব ও অনিল কুম্বলে। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মান পেলেন রাহুল দ্রাবিড়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা