১৫-২০ জনের সরকার নয়, কেন্দ্রের উচিত দরিদ্র মানুষের সরকার হওয়া। নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণ মানুষের সমস্যা বুঝলই না মোদী সরকার। এদিন এসবিআই-য়ের পার্লামেন্ট হাউস শাখায় এসে এভাবেই ফের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে মোদীর সরকারের সমালোচনা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
এদিন রাহুল জানান, তিনি এখানে এসেছেন ৪ হাজার টাকার পুরানো নোট বদলে নতুন নোট নিতে। টাকা পেতে আমজনতার সঙ্গে লাইনও দেন তিনি। ক্ষোভ উগরে রাহুল বলেন, এই লাইনে যাঁরা দাঁড়িয়ে আছেন তাঁরা কেউ কোটিপতি নন, দেশের সাধারণ মানুষ। এঁদের ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হচ্ছে। সরকারের এটা বোঝা উচিত ছিল।