নোট বাতিলের মাসপূর্তিতে এদিন আন্দোলনের তেজ বাড়ালেন বিরোধীরা। পালন করলেন কালা দিবস। বৃহস্পতিবার কংগ্রেস, তৃণমূল, বাম সহ অধিকাংশ বিরোধী সাংসদই একযোগে সংসদের সামনে প্রতিবাদে সামিল হন। সংসদের গান্ধীমূর্তির পাদদেশে এদিন মৌন প্রতিবাদ দেখান তাঁরা। হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের প্ল্যাকার্ড ও পুরনো পাঁচশো ও হাজার টাকার প্রতীকী নোটের ওপর সাদা মালা। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, জেডিইউ সাংসদ শরদ যাদব, বাম সাংসদ এ রাজা সহ বহু নেতানেত্রীকেই এদিন আন্দোলনে দেখতে পাওয়া যায়।
রাহুল গান্ধী বলেন, কিছু লোক প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলেছেন। আসলে এটা বাজে সিদ্ধান্ত। এতে দেশের সাধারণ মানুষ, দরিদ্র মানুষ ভয়ংকর অবস্থার মুখে পড়েছেন। রাহুলের আরও দাবি, একমাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নিজেই পরীক্ষামূলকভাবে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে নেন। কোনও বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই। যার ফল গোটা দেশকে ভুগতে হচ্ছে। প্রধানমন্ত্রীর ক্যাশলেস ইকোনমির কথা বলতে গিয়ে রাহুলের কটাক্ষ পেটিএম মানে পে টু মোদী। আর তা কিভাবে তা লোকসভায় তাঁকে বলতে দিলে তিনি পরিস্কার করে দেবেন। শুধু সংসদের বাইরেই নয় সংসদের মধ্যেও এদিন সকাল থেকেই প্রবল হৈহট্টগোল শুরু করেন বিরোধীরা। দফায় দফায় সংসদের কাজ ব্যাহত হয়।