যাঁদের কাছে কালো টাকা ছিল তাঁরা সাদা করে ফেলেছেন। আর গুটিকয়েক শিল্পপতি মিলে দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৮ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তাঁদের সেই টাকা ফেরাতে চাপ দিতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এঁরাই তাঁকে ওই জায়গায় নিয়ে গেছেন। ফলে তাঁদের ঋণ মকুব হচ্ছে। এদিকে ব্যাঙ্কের ঘরে টাকা না থাকায় তারা ঋণ দিতে পারছেনা। তাই এবার দেশের সৎ আমজনতার ঘর থেকে সব টাকা বার করে নিয়ে ব্যাঙ্কে ভর্তি করার বন্দোবস্ত করেছেন মোদী। এদিন ফের নোট বাতিল নিয়ে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে আক্রমণ শানালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, ব্যাঙ্কে নোট ভরার জেরে এখন নিজের টাকা তুলতে ব্যাঙ্কের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হচ্ছে দেশের নিরীহ আমজনতাকে।