প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ তাঁর হাতে আছে। তিনি তা সংসদে বলতে চান। কিন্তু তাঁকে সংসদে কথা বলতেই দেওয়া হচ্ছেনা। প্রধানমন্ত্রী তাঁকে ভয় পাচ্ছেন। তাই সংসদে মুখ খুলতে দিচ্ছেননা। পালিয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী গানের কনসার্টে যেতে পারেন আর সংসদে আসতে পারেননা! এদিন কার্যত প্রধানমন্ত্রী সহ কেন্দ্রকেই এই ভাষায় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এদিন ১৬টি বিরোধী দলের সাংসদদের বসিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল। বুঝিয়ে দেন বিরোধীরা একজোট। রাহুলের আরও দাবি, তাঁরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। সংসদে তাঁদের বক্তব্য পেশের পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সরকারপক্ষ তা করতে দিচ্ছেনা। কেন্দ্রকে ব্যাকফুটে ফেলার জন্য রাহুলের এদিনের চালকে রীতিমত প্রশংসা করেছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির যে অভিযোগ রাহুল গান্ধী করেছেন সে বিষয়ে প্রশ্ন কিন্তু এড়িয়ে গেছে বিজেপি। বরং বিরোধীরাই সংসদ অচল করে রেখেছে বলে পাল্টা অভিযোগ করেছেন বেঙ্কাইয়া নাইডু। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার আরও একধাপ এগিয়ে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পাল্টা সংসদ অচল থাকার জন্য কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।