National

রাহুলের বেশ কিছু প্রশ্ন ও কয়েকখানা দাবি

একগুচ্ছ প্রশ্ন আর দাবিতে ফের এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলার চেষ্টা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের ১৩২ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন রাহুল যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন সেগুলি এরকম –

  • ৮ নভেম্বরের পর কত কালো টাকা উদ্ধার হয়েছে?
  • নোট বাতিলের সিদ্ধান্তে দেশের কতটা আর্থিক ক্ষতি হয়েছে?
  • কতজন মানুষ এই সিদ্ধান্তে কাজ হারিয়েছেন?
  • কত লোকের মৃত্যু হয়েছে? যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে কী? যদি না পেয়ে থাকে কেন পায়নি?
  • কোন বিশেষজ্ঞের পরামর্শে প্রধানমন্ত্রী নোট বাতিলের মত এতবড় সিদ্ধান্ত নিয়ে নিলেন?

এদিন প্রশ্নের পাশাপাশি বেশ কিছু দাবিও পেশ করেছেন কংগ্রেস সহ-সভাপতি –


  • ৮ নভেম্বরের ২ মাস আগে থেকে কারা কারা ব্যাঙ্কে ২৫ লক্ষ টাকার বেশি অর্থ জমা করেছেন তাঁদের তালিকা প্রকাশ করুক সরকার
  • নোট বাতিলের সিদ্ধান্ত কৃষকদের ব্যাপক ক্ষতি করেছে, তাই তাঁদের ঋণ মকুব করুক সরকার
  • বিপিএল তালিকাভুক্ত মহিলাদের অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে ফেলুক সরকার
  • ছোট ব্যবসায়ীদেরও ক্ষতি হয়েছে, তাই তাঁদের কর প্রদানের ক্ষেত্রে ৫০ শতাংশ মকুব করুক সরকার

মোদী সরকারের দিকে কড়া ভাষায় আক্রমণ করে রাহুল দাবি করেন দেশের মানুষের আর্থিক স্বাধীনতা কেড়ে নিয়েছে কেন্দ্র। তাঁদের টাকা তাঁরাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। এটা চলতে পারেনা। অবিলম্বে সপ্তাহে ২৪ হাজার টাকা তোলার উর্ধ্বসীমা বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের পর পাল্টা আক্রমণের পথে হেঁটে বিজেপির দাবি রাহুল গান্ধী চোরেদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু অগস্তা কাণ্ডে তদন্ত তাঁর দরজায় টোকা মারছে। এই অবস্থায় প্রসঙ্গ ঘোরানোর জন্যই রাহুল গান্ধী এসব বলছেন বলে দাবি করে বিজেপি।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button