দেশের যত রাজ্যে বন্যা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে গুজরাটের বন্যা। গুজরাটের বন্যা কবলিত এলাকাগুলির মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা বনসকাণ্ঠার। এদিন সেখানে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে ও সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে হাজির হন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
বন্যা কবলিত এলাকা ঘুরে যখন তাঁর গাড়ি ফিরছিল তখনই সেই গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে পাথরবর্ষণ করা হয়। গাড়ির পিছনের সিটের ধারের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়। সুরক্ষা কর্মীরা দ্রুত রাহুল গান্ধীকে সেখান থেকে সরিয়ে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছে দেন। রাহুল গান্ধীর কিছু না হলেও তাঁর এক সুরক্ষাকর্মী আহত হয়েছেন বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়।
রাহুল গান্ধীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সময়ে বিক্ষোভকারীদের হাতে কালো পতাকা ছিল। এভাবে বিরোধীদের মুখ বন্ধ করা যাবে বলে মনে করছে বিজেপি? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। পুলিশের তরফে জানানো হয়েছে যে ব্যক্তি রাহুল গান্ধীর গাড়িতে পাথর ছুঁড়েছিল তাকে আটক করা হয়েছে।
এদিকে পরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, যখন ৮-১০ জন তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখাচ্ছিলেন, মোদীর নামে স্লোগান দিচ্ছিলেন, তখন তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন। তাঁকে দেখেই জনা দুয়েক পালিয়ে যান। রাহুলের দাবি, যারা সত্যের পথে থাকেন তাঁদের ভয়ের কিছু নেই। হামলাকারীদের কাপুরুষ বলে ব্যাখ্যা করে কংগ্রেস সহ-সভাপতির দাবি, মোদীর ভাষণ বা পাথরকে তিনি ভয় করেন না। এদিকে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে বন্যা নিয়ে রাজনীতির অভিযোগ করেছে বিজেপি।