সকালে নিরামিষ ব্রেকফাস্ট বা প্রাতরাশ মিলবে ৫ টাকায়। দুপুরে ও রাতের ভরপেট খাবারের জন্য খরচ করতে হবে মাত্র ১০ টাকা। তবে খাবার মিলবে নিরামিষ। তাতে কী? এ দেশে এত কম খরচে কে খাওয়াবে? এই রাস্তায় হেঁটেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে কংগ্রেস শাসিত কর্ণাটকে এদিন এই ব্যবস্থা চালু হল পাশের রাজ্য তামিলনাড়ুকে মডেল করে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সেকথা এদিন স্বীকারও করে নিলেন রাজ্যের দরিদ্রদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ‘ইন্দিরা ক্যান্টিন’-এর উদ্বোধনে।
সামনের বছর কর্ণাটকে ভোট। তার আগে রাজ্য জুড়ে ১০১টি ‘ইন্দিরা ক্যান্টিন’ চালু করতে চলেছে সে রাজ্যের সরকার। যেখানে সারা দিনের খাবারের জন্য খরচ পড়বে সাকুল্যে ২৫ টাকা। আর সেই খরচেই মিলবে ভরপেট খাবার। এদিন দক্ষিণ বেঙ্গালুরুর জয়নগরে এই প্রকল্পের উদ্বোধন করে এই ক্যান্টিনেই বেগুনের তরকারি দিয়ে ভাত খান রাহুল গান্ধী। রাজ্যে আর কোনও দরিদ্র যাতে রাতে খালি পেটে না শুতে যান তার জন্যই এই বন্দোবস্ত বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।