
ইঙ্গিতটা শুক্রবারই দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন হলও তাই। রাজ্যে প্রথম নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে প্রথমে বিবেকানন্দ উড়ালপুলের দুর্ঘটনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। কথা বলেন বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে। উদ্ধারকাজের বর্তমান অবস্থা নিয়েও খোঁজ নেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁকে পুরো এলাকা ঘুরিয়ে দেখান। পরে মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন রাহুল। কথা বলেন প্রত্যেক আহত ব্যক্তির সঙ্গে। পরে সাংবাদিকদের জানান, রাজনীতি করতে নয়, মানুষের পাশে দাঁড়াতে হাসপাতালে এসেছেন তিনি। তাই এখানে রাজনীতি নিয়ে কোনও কথা তিনি বলতে চাননা।