
রায়বরেলিতে এনটিপিসি প্লান্টে দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। গুজরাটে কংগ্রেসের হয়ে প্রচারের কাজ মাঝপথে স্থগিত রেখে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যান রাহুল। বেশ কিছুক্ষণ কথা বলেন এনটিপিসি প্লান্টের কর্মীদের সঙ্গে। দুপুরের দিকে হাসপাতালে আহতদের সঙ্গে দেখাও করেন রাহুল গান্ধী।
বুধবার বিকেলে ভয়ঙ্কর বিস্ফোরণের কবলে পড়ে রায়বরেলির উঁচাহার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র। বিস্ফোরণে ইতিমধ্যেই মারা গেছেন ২৬ জন কর্মী। প্রায় শতাধিক কর্মী নিখোঁজ। গুরুতর আহত ৩ জনকে চিকিৎসার জন্য গ্রিন করিডর ধরে বিশেষ বিমানে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছে। প্লান্টের ভিতরে থাকা মানুষদের বার করে আনার কাজ চলছে দ্রুত গতিতে। যদিও প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হয়।
এদিকে মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু, ক্ষতিপূরণের অঙ্কে খুশি নন রাহুল গান্ধী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকারি চাকরি ও আরও বেশি অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দুর্ঘটনার জন্য প্লান্টের ৬ নম্বর বয়লারে বিস্ফোরণ হওয়াকে দায়ী করা হয়েছে। কিন্তু, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন রাহুল।