কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে এদিন দিল্লিতে দেখা করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতানেত্রীদের সঙ্গে এদিন বৈঠক করেন রাহুল। মূল বিষয় ছিল তাঁদের কাছ থেকে শোনা যে রাজ্যে তাঁরা তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চান? নাকি সিপিএমের সঙ্গে পুরনো জোট ধরে রাখতে চান। কিসে কংগ্রেসের লাভ তা জানতেই এদিন প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে এক এক করে কথা বলেন কংগ্রেস সভাপতি। বোঝার চেষ্টা করেন তাঁদের যুক্তি।
এদিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি, মইনুল হক, শুভঙ্কর সরকার, মনোজ চক্রবর্তী সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পরে তাঁদের কথা থেকেই পরিস্কার যে প্রদেশ কংগ্রেস নেতানেত্রীরা এই মুহুর্তে দ্বিধাবিভক্ত। একদল চাইছেন তৃণমূলের সঙ্গে জোট। কারণ ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ টিএমসি-র সঙ্গে রয়েছে। অন্যদল চাইছে সিপিএমের সঙ্গে জোট বজায় রাখতে। এই অবস্থায় সকলের কথাই শুনেছেন রাহুল গান্ধী। এখন দেখার কংগ্রেস হাইকমান্ড শেষমেশ কি সিদ্ধান্ত গ্রহণ করে।