এর আগে ২০ মিনিটের জন্য তাঁর সঙ্গে রাফাল বিতর্ক নিয়ে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই আহ্বানে প্রধানমন্ত্রী কোনও সাড়া না দেওয়ায় শুক্রবার ফের খোঁচা দিলেন রাহুল। দাবি করলেন আসলে রাফাল বিতর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদে রাফাল নিয়ে আলোচনার সময় তিনি থাকছেন না।
রাহুল গান্ধী এদিন দাবি করেন, অর্থমন্ত্রী অরুণ জেটলি রাফাল নিয়ে সংসদে অনেক কিছু বলেছেন। তাঁকে গালিও দিয়েছেন। কিন্তু তাঁর প্রশ্নের উত্তর দেননি। এদিন ফের সাংবাদিকদের সামনে রাহুল প্রশ্ন তোলেন, রাফাল যুদ্ধ বিমানের দাম ৫২৬ কোটি টাকা থেকে ১৬০০ কোটি টাকা কে করল? এটা কী বায়ুসেনা বাড়িয়েছে? নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িয়েছেন? তাঁর প্রশ্ন ছিল, রাফাল যুদ্ধবিমান ১২৬টি কেনার কথা ছিল। তা থেকে কমিয়ে ৩৬ করা হল কেন? ভারতীয় বায়ুসেনাই কী ৩৬টি যুদ্ধবিমান চেয়েছিল? রাহুলের আরও প্রশ্ন, শিল্পপতি অনিল আম্বানিকে এই কনট্রাক্ট দিল কে? কেন্দ্রের কাছে এই সব প্রশ্নের উত্তর চান তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)