দেশে মহিলাদের ওপর কোনও অত্যাচার হলে তা কোনওমতেই সহ্য করা উচিত নয়। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া উচিত। অর্থাৎ কোনওভাবেই তা সহ্য করা হবে না। তাঁর সরকার ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিলও সংসদে পাশ করাবে। শুক্রবার ওড়িশার জেপোর সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি মহিলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই একের পর এক আশ্বাস দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নারী শক্তিকে এদিন কুর্নিশ জানান তিনি।
রাহুল গান্ধী এদিন মহিলাদের লড়াকু মনোভাবের তারিফ করেন। তাঁর মতে, এই লড়াকু মনোভাবই একে একে বাধা ভেঙে সব ক্ষেত্রে মহিলাদের সমান ক্ষমতাসম্পন্ন করে তুলছে। দেশের মহিলাদের রাহুলের পরামর্শ, কারও থেকে নিজেকে কম মনে করবেন না। নিজের জায়গা পেতে লড়াই করুন। ওড়িশায় কংগ্রেস সরকার গড়লে এখানে মেয়েদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত তাঁরা করবেন বলেও আশ্বস্ত করেন কংগ্রেস সভাপতি।
দেশের বিশাল ভোটব্যাঙ্ক যে দেশের নারী তা বিলক্ষণ জানেন সব দলের নেতানেত্রীরা। তাই লোকসভা ভোটের মুখে নারীদের ভোটকে তাঁদের ভোটবাক্সে নিশ্চিত করতে কেউই শুক্রবার নারী দিবসের দিন পিছিয়ে থাকলেন না। দিনের মাহাত্ম্য বুঝে নারী ভোটব্যাঙ্ককে ঝালিয়ে নিলেন সকলেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)