National

দরিদ্রদের বছরে ৭২ হাজারের নিশ্চয়তা, নির্বাচনের মুখে বড় ঘোষণা রাহুলের

মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানে কৃষকদের ঋণ মাফ করা নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছে কংগ্রেস। রাহুল গান্ধীর ঘোষণা মত ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের পদক্ষেপ চালু হয়েছে। সেই প্রতিশ্রুতি রক্ষাকে সামনে রেখে এবার লোকসভার মুখে বড়সড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সোমবার সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন, দেশের মুষ্টিমেয় ধনীদের আর্থিক লাভের বন্দোবস্ত করেছে মোদী সরকার, আর কংগ্রেস সরকার ভোটে জিতে এলে তিনি দেশের ২০ শতাংশ দরিদ্র মানুষকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন। তাঁদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে বলে এদিন প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী।


তাঁর দাবি, এতে দেশের ৫ কোটি পরিবার ও ২৫ কোটি ব্যক্তিমানুষ উপকৃত হবেন। এঁরা দেশের সবচেয়ে দরিদ্র মানুষ। সারা বিশ্বে এমন প্রতিশ্রুতি অভূতপূর্ব বলে ব্যাখ্যা করেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি জানান, তাঁরা এই প্রকল্পের নাম রেখেছেন ন্যায়। ন্যূনতম উপার্জন প্রকল্পের আওতায় ১২ হাজার টাকা প্রতি মাসে পরিবারপিছু নিশ্চিত হওয়া উচিত বলে ব্যাখ্যা করে এই নয়া প্রতিশ্রুতি এদিন দেন রাহুল।

তাঁরা ক্ষমতায় এলে এই প্রকল্পের একটি পাইলট প্রজেক্ট হবে। তারপর ধাপে ধাপে এই প্রকল্পের রূপায়ণ হবে। যদিও রাহুল গান্ধীর এই প্রতিশ্রুতিকে নির্বাচনী চমক বলেই ব্যাখ্যা করছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, এতদিনে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থেকে এটা করে উঠতে পারলনা তো এখন কী করবে!


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button