ভারতকে ২ ভাগে ভাঙতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ধনীদের ভারত এবং দ্বিতীয়টি দরিদ্রদের ভারত। ধনীদের ভারতের হাতে প্রচুর অর্থ থাকবে। তাঁরা ব্যক্তিগত বিমানে ঘুরবেন। আর দরিদ্র ভারত তৈরি হবে কর্মহীন মানুষ, দরিদ্র কৃষক, ছোট ব্যবসায়ীদের নিয়ে। এঁদের হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও লক্ষ টাকা খরচ করতে হবে। মোদীর ২ ভাগে ভাঙা ভারতে ক্যানসার বা হৃদরোগে আক্রান্ত হলে দরিদ্র ভারত চিকিৎসাই পাবেনা। মঙ্গলবার এভাবেই প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
২ ভারত তত্ত্বকে সামনে এনে রাহুল গান্ধীর আরও দাবি, দ্বিধাবিভক্ত ভারতে কেবল ধনীদেরই স্বপ্ন দেখার অধিকার থাকবে। দরিদ্রদের কিছু পেতে গেলেই মোটা টাকা খরচ করতে হবে। যা তাঁরা পেরে উঠবেন না। এদিন রাফাল থেকে নোটবন্দি, সব ইস্যুকেই সামনে আনেন রাহুল গান্ধী।
এদিন ফের নরেন্দ্র মোদীর চৌকিদার তত্ত্ব নিয়ে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, মোদী মুষ্টিমেয় শিল্পপতির চৌকিদার। দেশের নন। চৌকিদার তত্ত্ব নিয়ে প্রায় প্রতি জনসভাতেই এখন তোপ দাগছেন রাহুল। এছাড়া তাঁর দাবি, মনরেগা সহ দরিদ্রদের জন্য তৈরি বিভিন্ন প্রকল্প নরেন্দ্র মোদী শেষ করে দিতে চাইছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)