আমেঠি আসনটার সঙ্গে জড়িয়ে আছে তাঁর পরিবার। ফলে সেখান থেকে তো তিনি লড়ছেনই। সেইসঙ্গে কেরালার ওয়ানাড আসন থেকেও লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা। সূরজেওয়ালা জানান, উত্তর ও দক্ষিণের মেল বন্ধনকে তুলে ধরতেই দক্ষিণের থেকেও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী।
২০১৪ সালে আমেঠি থেকে জেতেন রাহুল। হারান বর্তমানে বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানিকে। এবারও বিজেপি আমেঠি থেকে রাহুলের বিরুদ্ধে স্মৃতি ইরানিকেই প্রার্থী ঘোষণা করেছে। ২০১৪-তে রাহুলের ভোট আমেঠিতে কিছুটা কমেছিল। রাজনৈতিক মহলের দাবি সে কথা মাথায় রেখেই দ্বিতীয় একটি আসনেও দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। উত্তরের আসন যদি হাতছাড়া হয়েও যায় তাহলেও দক্ষিণের থেকে জিততে পারলে সাংসদটা রাহুল গান্ধী থেকেই যাবেন।
আর যদি ২টি আসনেই রাহুল গান্ধী জেতেন তবে কোন আসনটি তিনি ধরে রাখবেন? কংগ্রেসের উত্তর, রাহুল ২টি আসন থেকে জিতলে দেশকে নেতৃত্ব দেবেন। অর্থাৎ কংগ্রেস জিতে সরকার গড়বে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। এটাই বলার চেষ্টা করেছে কংগ্রেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা