মঙ্গলবার দুপুরে দিল্লির শাস্ত্রী ভবনে আগুন লাগে। এই শাস্ত্রী ভবনেই কেন্দ্রের ৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সেখানে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই তা কাজে লাগান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেন তিনি। ট্যুইটে রাহুল লেখেন, ফাইল পুড়িয়ে লাভ হবে না। তাতে আপনার রক্ষা নেই। আপনার বিচারের দিন আসছে। রাহুলের এই কটাক্ষের কথা দ্রুত ছড়িয়ে পড়ে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ফাইল পোড়ানোর কথা বললেও দমকল জানিয়েছে শাস্ত্রী ভবনে যে আগুন লাগে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। ৭ তলার যে ঘরে আগুন লাগে সেখানে কিছু বাতিল হওয়া জিনিসপত্র ছিল। অর্থাৎ আগুনে কোনও ফাইলের কোনও ক্ষতি হয়নি।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টে নাগাদ শাস্ত্রী ভবনে আগুন লাগে। আতঙ্ক ছড়ায়। তবে শাস্ত্রী ভবনের আগুনে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনও ক্ষতিও হয়নি। অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় বলে দাবি করেছে দমকল। শাস্ত্রী ভবনে আইন মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, রাসায়নিক ও পেট্রোকেমিক্যালস মন্ত্রক এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অফিস রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)