আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। এই সময়ে অত্যন্ত সতর্ক থাকুন। ভুয়ো এক্সিট পোল দেখে দমে যাবেননা। দল ও নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনাদের পরিশ্রম বিফলে যাবেনা। ভোট গণনার আগের দিন ট্যুইট করে দলীয় কর্মীদের প্রতি এই বার্তাই দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত রবিবারই ভোট শেষ হওয়ার পর এক্সিট পোল দেখানো শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম। আর প্রায় সব এক্সিট পোলই জানিয়ে দেয় এবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
এক্সিট পোল সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ একে একে অনেক বিরোধী নেতাই দাবি করেন এক্সিট পোল ভুল। বাস্তব অন্য কথা বলবে। তাঁরা মনে করিয়ে দেন আগেও এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। তবে রাহুল গান্ধী মুখ খোলেননি। অবশেষে বুধবার খুললেন। ট্যুইট করে দলীয় কর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন তিনি।
এর আগেই অবশ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় কর্মীদের স্ট্রং রুমের বাইরে সদা সতর্ক থাকার পরামর্শ দেন। সব সময় সেখানে পাহারায় থাকার পরামর্শ দেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী সমর্থকেরা স্ট্রং রুমের সামনে রাত জেগেও পালা করে পাহারায় রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা