উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলি। কংগ্রেস সব হারলেও এই ২টি সিট জিতবে। এই মিথটা বহুকাল কংগ্রেসের সঙ্গে থেকেছে। কিন্তু সেই পারম্পরিক আসন আমেঠি থেকে এবার লোকসভা নির্বাচনে হারতে হয়েছে রাহুল গান্ধীকে। ২০০৪ সালে তিনি আমেঠি থেকে প্রথমবার নির্বাচনে লড়েন। সেবার জয় দিয়ে শুরু। তারপর ২০০৯ সাল ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও আমেঠি থেকে জেতেন রাহুল। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে তাঁকে আমেঠির বাসিন্দারা নিরাশ করেন। ৫৫ হাজার ভোটে রাহুলকে হারতে হয় এই আসনে।
বিজেপির নেত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে আমেঠি থেকে প্রথমবার পরাজয়ের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। সেই হারের ধাক্কা সামলে এবার ফের তিনি ফিরতে চলেছেন নিজের পুরনো কেন্দ্রে। আমেঠি সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। ১০ জুলাই বুধবার আমেঠিতেই সারাদিন কাটাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
আমেঠিতে তাঁর সম্পূর্ণ কর্মসূচি অবশ্য জানা যায়নি। আমেঠি থেকে তিনি হারেন। কংগ্রেস তাঁর নেতৃত্বে জেতে মাত্র ৫২টি আসনে। এই পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। সাফ জানিয়ে দেন তিনি আর সভাপতি হবেন না। দল যেন দ্রুত উপযুক্ত কোনও নেতাকে খুঁজে নেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা