
নাম না করে আমির খানকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। এই অভিযোগে এবার সরব হল কংগ্রেস। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেছেন, পারিক্কর ও আরএসএস মিলে দেশের মানুষকে ভয় দেখাচ্ছেন। তাঁদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। যদিও বেফাঁস মন্তব্য যে করে ফেলেছেন তা আন্দাজ করে ফের সাফাইও দিয়েছেন পারিক্কর। কাউকে শিক্ষা দিতে তিনি একথা বলেননি। দেশপ্রেমীদের এ নিয়ে চুপ করে থাকা উচিত নয় এটা বোঝানোই ছিল তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য। কিছুদিন আগে একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে দেশে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে বলিউড তারকা আমির খান বলেন, তাঁর স্ত্রী কিরণ এই অবস্থায় ভীত। তিনি সংবাদপত্র খুলতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় কিরণ পরিবার নিয়ে দেশের বাইরে চলে যেতে চাইছেন বলেও জানান আমির। শনিবার নাম না করে সেই বক্তব্য টেনে পারিক্কর বলেন, কেউ বলছেন অবস্থার প্রেক্ষিতে তাঁর স্ত্রী দেশের বাইরে চলে যেতে চান। এত আস্পর্ধা তাদের হয় কী করে! পারিক্করের এই বক্তব্যের পরই তোপ দাগে কংগ্রেস। এদিকে বাদল অধিবেশনের মাঝে পারিক্করের এই বক্তব্য বিজেপিকে সংসদে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।