প্রেসিডেন্ট পদে ফিরছেন রাহুল, এমনই ইঙ্গিত দিল কংগ্রেস
ফের কী কংগ্রেস প্রেসিডেন্ট পদে ফিরছেন রাহুল গান্ধী? লাখ টাকার এই প্রশ্নে এক ইঙ্গিত পূর্ণ উত্তর মিলেছে কংগ্রেসের তরফে।
নয়াদিল্লি : ফের কী কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ফিরছেন রাহুল গান্ধী? এই জল্পনা উস্কে দিল তাঁরই দল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানিয়েছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের দায় কাঁধে নিয়ে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি এখনই ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও তিনি নিশ্চিত যে ভাল কিছু একটা হতে চলেছে। রাহুল গান্ধীকে ঘিরে ভাল কিছু ঘটতে চলেছে। তবে কী রাহুল ফিরছেন দলের প্রেসিডেন্ট পদে? আপাতত এই জল্পনা রাজনৈতিক মহলের চর্চার কেন্দ্রে উঠে এসেছে সূরজেওয়ালার ইঙ্গিতের পর।
রাহুল গান্ধীকে বারবার দলের প্রেসিডেন্ট হওয়ার জন্য অনুরোধ করেও কাজ না হওয়ায় এখন তা বলা প্রায় ছেড়ে দিয়েছেন কংগ্রেস নেতারা। তবে রাজস্থানে কংগ্রেস সরকারকে খাদের কিনারা থেকে তিনিই শচীন পাইলটকে বুঝিয়ে বার করে আনতে পেরেছেন বলে এখন মেনে নিচ্ছে দল। তাই তাঁকে প্রেসিডেন্ট করার ইচ্ছাও নতুন করে চাড়া দিয়েছে। প্রসঙ্গত রাজস্থান জট এদিন কেটে গেছে বলাই যায়। কারণ শচীন পাইলট ঘরে ফিরেছেন। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তি পেয়েছে কংগ্রেস।
আগামী ১৪ অগাস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে কংগ্রেসের আর সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে কোনও সমস্যা রইল না বলেই মনে করছেন সকলে। শচীনও জানিয়েছেন তাঁর ক্ষোভের কথা তিনি দলের নির্দিষ্ট জায়গায় জানিয়েছেন। প্রতিকার হচ্ছে। শচীনকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী মিলে বসিয়ে বোঝানোর পর তিনি জয়পুর ফেরেন। তারপরই তিনি বুঝিয়ে দেন তিনি কংগ্রেসেই রয়েছেন। যা অশোক গেহলৌত সরকারকে কার্যত বাঁচিয়ে দিল। মধ্যপ্রদেশের পরিস্থিতি রাজস্থানে হল না কংগ্রেসের। আর এখানেই রাহুল গান্ধীর দৌত্যের জয় দেখছেন কংগ্রেস নেতারা।
২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের মুখ ছিলেন রাহুল গান্ধী। দলকে জেতাতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন তিনি। দাঁড়িয়েছিলেন ২টি কেন্দ্র থেকে। তাঁকে ঘিরে কংগ্রেস অনেক আশায় বুক বাঁধলেও নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। রাহুল গান্ধী নিজেই একটি কেন্দ্র থেকে হেরেছেন। দলের নির্বাচনী বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়ে তিনি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকে কংগ্রেসের নবীন, প্রবীণ নেতারা তাঁকে বারবার দলের দায়িত্ব নেওয়ার কথা বললেও রাহুল রাজি হননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা