রাহুল গান্ধীর সঙ্গে নাইটক্লাবে রহস্যময়ী মহিলার খোঁজ মিলল
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে নেপালের বিখ্যাত নাইটক্লাবে যে মহিলাকে দেখা গিয়েছিল তাঁর পরিচয় অবশেষে পাওয়া গেছে বলেই জানা গেছে।
গত সোমবার নেপালে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন নেপালের অভিবাসন দফতরের ২ আধিকারিক। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।
নেপালে রাহুল হাজির হয়েছিলেন তাঁর খুব কাছে বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে যোগ দিতে। বিয়ে ছিল মঙ্গলবার। তার আগে সোমবার নেপাল পৌঁছনোর পর রাহুল গান্ধীকে কাঠমান্ডুর সেরা নাইটক্লাব লর্ড অফ ড্রিংকস-এ দেখা যায়।
যা নিয়ে ভারত জুড়ে বিতর্কের ঝড় বয়। বিজেপি বিষয়টিকে ইস্যুও করে। এদিকে ওইদিন রাহুলের সঙ্গে নাইটক্লাবে এক মহিলাকে দেখা গিয়েছিল। যাঁকে ঘিরে আরও রহস্য ঘনায়।
প্রথমে রাহুলের সঙ্গে নাইটক্লাবে দেখা যাওয়া ওই মহিলাকে চিহ্নিত করা হচ্ছিল নেপালে চিনের রাষ্ট্রদূত হউ ইয়ানকি হিসাবে। তেমনই খবর ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিজেপিও খোঁচা দিতে ছাড়েনি।
সংবাদ সংস্থা অবশ্য জানাচ্ছে, এখন জানা গেছে ওই মহিলা আসলে এক ছাত্রী। যিনি আমেরিকায় পড়াশোনা করছেন। জন্মসূত্রে তিনি ভারতীয় বংশোদ্ভূত এক পর্তুগিজ। তাঁকেই রাহুল গান্ধীর সঙ্গে সেদিন নাইটক্লাবে দেখা গিয়েছিল।
এদিকে তাঁর নেপাল যাওয়া, বন্ধুর বিয়েতে যোগ দেওয়া, নাইটক্লাবে যাওয়া, সঙ্গে রহস্যময়ী নারী, রিসর্টে থাকা নিয়ে যখন ঝড় বইছে তখন গত বৃহস্পতিবার সন্ধেয় ভিস্তারার বিমানে ভারতে ফিরে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাহুল গান্ধী। তবে তাঁর দল তাঁর পাশে থেকে বিষয়টিকে স্বাভাবিক রূপ দেওয়ার চেষ্টা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা