ছুটতে শুরু করলেন রাহুল গান্ধী, কিছু না বুঝেই পিছু ধাওয়া করলেন কংগ্রেস নেতারা
রাস্তা দিয়ে হঠাৎ পাঁই পাঁই করে ছুটতে শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আচমকা তাঁকে ছুটতে দেখে পিছু ধাওয়া করেন কংগ্রেসের অন্য নেতা কর্মীরা।
বেশ হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। রাস্তার ২ ধারে মানুষের ভিড়। রবিবারের ঝলমলে সকাল। রাহুল গান্ধী হাত নাড়ছেন সকলের দিকে চেয়ে। যেমন একজন রাজনৈতিক নেতা পদযাত্রায় করে থাকেন ঠিক তেমনই হচ্ছিল সব কিছু।
রাহুলের পাশে হাঁটছিলেন স্থানীয় কংগ্রেস নেতারা। কর্মী সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া। এই সময় রাহুল গান্ধী হাঁটতে হাঁটতে আচমকা ছুটতে শুরু করেন। আস্তে আস্তে নয়, রীতিমত পাঁই পাঁই করে ছুটতে শুরু করেন তিনি।
রাহুল গান্ধীকে এর আগে কখনও এভাবে ছুটতে দেখেননি কংগ্রেস নেতা কর্মী থেকে সাধারণ মানুষ। সকলেই কিছুটা অবাক হয়ে যান। বোঝার চেষ্টা করেন কেন আচমকা রাহুল গান্ধী এভাবে ছুটতে শুরু করলেন।
এদিকে দলের নেতাকে ছুটতে দেখে তাঁর পিছু পিছু কিছু না বুঝেই ছুটতে শুরু করেন স্থানীয় নেতা কর্মীরা। অনেক নেতাই এভাবে ছুটে অভ্যস্ত নন। তাই অনেকে হাঁপিয়েও যান এমন কাণ্ডে। কিছু কূলকিনারা না করতে পেরে ছুটতে শুরু করেন রাহুল গান্ধীর সুরক্ষাকর্মীরাও।
রাহুল গান্ধী রবিবার সকালে তাঁর ভারত জোড়ো যাত্রার পদযাত্রায় শামিল হয়েছিলেন তেলেঙ্গানার গোল্লাপল্লি এলাকায়। সেখানে তিনি যখন হাঁটছিলেন তখন কয়েকজন স্কুলের ছাত্র এসে হাজির হয়। তাদের সঙ্গে নিয়ে আচমকা রাহুল গান্ধী ছুটতে শুরু করেন রাস্তা দিয়ে।
বিষয়টা ছিল ছোটদের সঙ্গে তাদের মত করে খেলার ছলে মিশে যাওয়া। কিছুটা ছোটার পর অবশেষে রাহুল ছোটা থামিয়ে ফের হাঁটা শুরু করেন। কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন দলের নেতা কর্মীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা