হাড় কাঁপানো ঠান্ডায় টিশার্ট পরে ঘুরছেন কী করে, উত্তর দিলেন রাহুল গান্ধী
হাড় কাঁপানো ঠান্ডা। তার মধ্যে কেবল একটা টিশার্ট? কী করে এই ঠান্ডার মধ্যেও টিশার্ট পরে ঘুরছেন? এই প্রশ্নের উত্তরে কার্যত সকলকে চুপ করিয়ে দিলেন রাহুল গান্ধী।
ভোট লড়াইতে ক্রমশ ব্যাকফুটে পৌঁছে যাওয়া কংগ্রেস ঘুরে দাঁড়ানো জন্য ভারত জোড়ো যাত্রাকে পাখির চোখ করেছে। রাহুল গান্ধী এই ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কন্যাকুমারী থেকে। যা কাশ্মীর পর্যন্ত চলবে।
এরমধ্যে বিভিন্ন রাজ্যে এই পদযাত্রা করতে করতে এখন কংগ্রেসের ভারত জোড়া যাত্রা দিল্লি পৌঁছে গেছে। দিল্লিতে পদযাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে শামিল হয়েছিলেন সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
দিল্লিতে এখন হাড় কাঁপানো ঠান্ডা। তারমধ্যে এখন আবার শৈত্যপ্রবাহ চালু হয়েছে। ফলে গরম জামায় শরীর ঢেকেও ঠান্ডা বাঁধ মানছে না। আর সেই ঠান্ডায় রাহুল গান্ধী ভারত জোড়া যাত্রা থেকে অন্যত্র ঘুরছেন একটি ট্রাউজার ও সাদা টিশার্ট পরে।
এখন ১ সপ্তাহের জন্য ভারত জোড়ো যাত্রা থেকে অব্যাহতি নিলেও সোমবার সকালে রাহুল পৌঁছে যান তাঁর পিতা রাজীব গান্ধীর স্মৃতিসৌধ বীর ভূমিতে শ্রদ্ধা জানাতে। সেখান থেকে ঠাকুমা ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, লালবাহাদুর শাস্ত্রী ও অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধেও শ্রদ্ধাজ্ঞাপন করেন রাহুল।
দিল্লিতে এদিন পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আরও নামবে কারণ শৈত্যপ্রবাহ হচ্ছে। সেখানে রাহুল গান্ধীর এদিনও পরনে কেবল একটি সাদা টিশার্ট।
রাহুল অবশ্য এর আগেই সাংবাদিকদের এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন। কীভাবে তিনি এই ঠান্ডায় টিশার্ট পরে ঘুরছেন সেই প্রশ্ন করা হয়েছিল তাঁকে।
এর উত্তর একটি সভাস্থল থেকে দেন রাহুল। রাহুল বলেন, তাঁকে সকলে প্রশ্ন করছেন এই ঠান্ডায় তিনি টিশার্ট পরে কীভাবে ঘুরছেন? কিন্তু এই প্রশ্নটাই এ দেশের বহু কৃষক, শ্রমিক বা দরিদ্র শিশুদের কেউ জিজ্ঞাসা করে না। রাহুলের উত্তর অনেককেই চুপ করিয়ে দেয়।
প্রসঙ্গত এ দেশে বহু দরিদ্র মানুষই শীতে যথেষ্ট গরম পোশাক পান না। ফলে ঠান্ডার অসীম কষ্টে ভোগেন তাঁরা। যদিও অনেকের মতে, রাহুল কীভাবে ঠান্ডা দমন করেন তার উত্তর এটা হতে পারেনা।