
আনন্দীবেনকে বলির বকরা বানিয়ে লাভ হবে না। আনন্দীবেন গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছাড়লেও তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির শেষরক্ষা হবে না। গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে আনন্দীবেন প্যাটেলের পদত্যাগের পর এভাবেই এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের চাপের মুখেই আনন্দীবেনকে পদত্যাগ করতে হয়েছে বলে মনে করছেন খোদ বিজেপিরই একাংশ। সামনের বছর গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে প্যাটেল আন্দোলন থেকে শুরু করে দলিত বিতর্ক, একের পর এক ঘটনায় রাজ্যে বিজেপির জনসমর্থনে অনেকটাই ভাটা পড়েছে। তাই আনন্দীবেনকে সরিয়ে নতুন মুখ এনে ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোল চাইছে বিজেপি নেতৃত্ব। যদিও আনন্দীবেন প্যাটেল নিজে পদত্যাগের পিছনে তাঁর বয়সকেই কারণ হিসাবে তুলে ধরেছেন। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রী যাতে গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পান তাই তাঁর পদত্যাগ বলে জানিয়েছেন নভেম্বরে ৭৫ বছর পূর্ণ করতে চলা আনন্দীবেন। যা অবস্থা তাতে গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাজ্যের বিজেপি সভাপতি বিজয় রূপানি।