বহুদিন হল বলিউড থেকে দূরে। তা বলে প্রতিভা বা বয়স কোনওটাই ফুরিয়ে যায়নি। মাঝপথেও নতুন ইনিংস খেলা যায়। সেক্ষেত্রে ঝুঁকি হয়তো আছে। কিন্তু সেইটুকু ঝুঁকি হাসিমুখে স্বীকার করে নিলেন ‘আশিকী’-র নায়ক। অনুরাগীদের বহুদিনের ইচ্ছাপূরণ করলেন। চলচ্চিত্র নির্মাতা তনভীর আহমেদের হাত ধরে বলিউডে কামব্যাক করতে চলেছেন রাহুল রায়। আসন্ন ছবি ‘নাইট অ্যান্ড ফগ’-এর শ্যুটিংয়ের কাজে এখন বেজায় ব্যস্ত বছর ৫০-এর অভিনেতা। ছবির কাজে কিছুদিন আগে রাজস্থানে গিয়েছিলেন। সেখানে শ্যুটিং স্পটে রাহুলের বেশ কিছু স্টিল ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। ৯০-এর দশকে মহিলা ভক্তদের হৃদয়ে ঝড় তোলা নায়কের স্মার্ট লুক ভালোই প্রশংসা কুড়োচ্ছে সকলের।
সালটা ১৯৯০। ওই বছর ২৩ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছিল মহেশ ভাট পরিচালিত ছবি ‘আশিকি’। নায়ক নবাগত রাহুল রায়। নায়িকা নবাগতা অনু আগরওয়াল। মুক্তির কয়েক সপ্তাহ যেতেই বক্স অফিস ঘোষণা করে দেয় ‘আশিকি’ মারকাটারি হিট। ছবির গানের মতই নায়ক রাহুলকেও আপন করে নেন ভারতীয় দর্শক। আশিকির পরে আরও কয়েক বছর চুটিয়ে কাজও করেন তিনি। কিন্তু ‘আশিকী’-র ল্যান্ডমার্ক আর ছুঁতে পারেননি রাহুল। এরপরেই বলিউড থেকে একপ্রকার স্বেচ্ছা নির্বাসন নেন এই অভিনেতা। অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রাহুল। ২০১৫-য় দেশে ফিরে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এ অংশগ্রহণ করেন। ট্রফি জেতেন। রুপোলী পর্দায় রাহুলের কামব্যাক নিয়ে গুঞ্জন ওঠে বি টাউনের আনাচে কানাচে। সিনেমার জগতে প্রথমবারের জন্য পা রেখে ‘আশিকী’-তে চমকে দিয়েছিলেন রাহুল। গত বছর নভেম্বরে রাজনীতিতে পা রেখে ফের অনুরাগীদের চমক দেন তিনি। চলতি বছরে আবার ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন। ৩ দশক পর রাহুলের এই প্রত্যাবর্তন আদপে কতটা ‘সোনালি’ হয়, এখন সেটাই দেখার বিষয়!
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)