গানেও যে একটা সিনেমাকে সুপার ডুপার হিট করা যায় তা বারবার দেখিয়েছে বলিউড। ১৯৯০ সালে তেমনই গানের সুরে একটি সিনেমা বলিউডে তোলপাড় ফেলে দেয়। সেই আশিকীতে হিরো রাহুল রায় ও হিরোইন অনু আগরওয়াল দুজনই সিনেমায় তাঁদের ডেবিউ করেন। আর ডেবিউ সিনেমাতেই বাজিমাত। নাদিম-শ্রবণের সুরে আশিকীর গান তখন ভারতের কোণায় কোণায় বাজছে। হলে টিকিট মেলা ভার হচ্ছে। প্রথম সিনেমাতে সাড়া জাগিয়েও এরপর রাহুল রায় ও অনু আগরওয়াল দুজনেই খুব দ্রুত সিনেমা জগত থেকে হারিয়ে যান। সেই রাহুল রায় ফের ফিরছেন সিনেমায়।
‘আগ্রা’ নামে একটি সিনেমায় ফিরছেন রাহুল রায়। কানু বহেলের পরিচালনায় এই সিনেমার কাজ চলছে। রাহুল রায় ছাড়াও এই সিনেমায় রয়েছেন প্রিয়াঙ্কা বোস, আঁচল গোস্বামী, মোহিত আগরওয়াল, রুহানি শর্মার মত অভিনেতা অভিনেত্রীরা। আগ্রা হল একটি পরিবারের কাহিনি। একটি প্রাণ চঞ্চল পরিবার। হৈচৈ করে থাকা পরিবার। পরিবারের প্রতিটি মানুষ খুব এনার্জি নিয়ে বাঁচেন। ভিড়ে ঠাসা পৃথিবীতে আলাদা করে একটু জায়গা খোঁজার চেষ্টা এই ছবিতে উঠে এসেছে। আর রয়েছে এই পরিবারের এমন একজন যিনি তাঁর যৌন প্রয়োজন মেটাতে অভিযান চালিয়ে যান। এই নিয়েই সুতোয় গাঁথা হয়েছে আগ্রার কাহিনি। যেখানে রাহুল রায় একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন।
সিনেমা কেমন হবে তা প্রকাশ পেলেই পরিস্কার হবে। তবে রাহুল রায়ের প্রত্যাবর্তন অবশ্যই একটা বড় খবর। আশিকীর পর বেশ কিছু সিনেমা করেন তিনি। তবে তা তেমন ছাপ ফেলতে পারেনি। আশিকী ছাড়া তাঁকে ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ সিনেমার জন্য হয়তো কিছু মানুষ মনে রেখেছেন। তার বাইরে ২০০০ সাল পর্যন্ত নিয়মিত সিনেমা করলেও তাঁকে আর কেউ খুঁজে পাননি। এবার আগ্রায় প্রত্যাবর্তন তাঁর কেমন হয় সেদিকে অনেকেরই নজর থাকবে। তবে ২০০৭ সালে বিগ বস-এর প্রথম পর্বেই বিজেতা হন রাহুল রায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা