২ বছর গারদের পিছনে কাটাতে হবে রাজ বব্বরকে
সিনেমার জগতে তিনি ছিলেন তারকা। পরবর্তীকালে রাজনীতির ময়দানেও তিনি সমানভাবে সাফল্য পান। সেই রাজ বব্বরকে এবার কাটাতে হবে কারাগারের অন্ধকূপে।
গারদের পিছনে জায়গা হল অভিনেতা তথা রাজনীতিবিদ রাজ বব্বরের। বলিউডে তিনি একটা সময় দাপটে রাজত্ব করেছেন। একের পর এক হিট সিনেমার নায়ক তিনি। পরবর্তীকালে তাঁকে নায়ক ছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সেখানেও তিনি সমান সাফল্য পান।
এরপর রাজনীতির ময়দানে পা রাখেন। প্রথমে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে জয়। তারপর কংগ্রেসে যোগদান করেন রাজ বব্বর। প্রাক্তন এই সাংসদ এবার একটি পুরনো মামলায় দোষী সাব্যস্ত হলেন। হল সাজাও।
১৯৯৬ সালে লোকসভা নির্বাচনের সময় এক সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় এদিন তাঁর সাজা ঘোষণা হল।
লখনউয়ের এমপি এমএলএ কোর্ট রাজ বব্বরকে সাজা দিয়েছে। তাঁকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ফলে তাঁকে ২ বছর গারদের পিছনে কাটাতে হবে।
যে সময় ঘটনাটি ঘটে তখন রাজ বব্বর সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়ছিলেন। ২ মে ১৯৯৬ সালে ওই সরকারি আধিকারিকের সঙ্গে শুধু দুর্ব্যবহারই নয়, তাঁকে শারীরিক নিগ্রহের অভিযোগও প্রমাণ হয়েছে রাজ বব্বরের বিরুদ্ধে।
সে সময় লখনউ কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী ছিলেন রাজ বব্বর। এদিন আদালত তাঁকে শুধু ২ বছরের কারাদণ্ডই দেয়নি, তাঁর জরিমানাও হয়েছে। সাড়ে ৮ হাজার টাকা জরিমানা ধার্য করেছে আদালত। ২৬ বছরের পুরনো মামলায় আপাতত সমস্যায় পড়লেন ৭০ বছরের এই রাজনীতিবিদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা