পরিচালক রাজ চক্রবর্তী করোনা
টলিউডের তারকা পরিচালক রাজ চক্রবর্তীর করোনা হয়েছে। রিপোর্ট পজিটিভ হাওয়ার কথা তিনি নিজেই জানিয়েছেন।
কলকাতা : তাঁর করোনা ধরা পড়েছে। রিপোর্ট পজিটিভ। সম্প্রতি তাঁর বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর তাঁর বাবার ২ বার করোনা পরীক্ষা হয়। ২ বারই নেগেটিভ আসে। কিন্তু তাঁর পজিটিভ এল। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁর পরিবারের অন্য কারও অবশ্য করোনা পরীক্ষা হয়নি এখনও। তবে দ্রুত তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। নিজেই একথা ট্যুইট করে জানিয়েছেন টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এটা তাঁর জন্য একটা কঠিন সময় বলেও জানান রাজ।
রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী এখন সন্তানসম্ভবা। ফলে রাজ চক্রবর্তী সহ তাঁর পরিবারের এ নিয়ে চিন্তা বেড়েছে। চিন্তায় তাঁদের অনুরাগীরাও। শুভশ্রীর সন্তানসম্ভবা হওয়া চিন্তার ভাঁজ পুরু করেছে অনুরাগীদের। রাজ চক্রবর্তী অবশ্য টলিউডে প্রথম নন, এর আগে কোয়েল মল্লিক সংক্রমণের শিকার হন। তিনি বলেই নয়, তাঁর বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর মা করোনায় কাবু হন। এই রোগ সংক্রমণের শিকার হন টলিপাড়ার ছোট পর্দার কুশীলবরা।
দেশজুড়ে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৫৭ হাজার ৯৮১ জন। ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে। তার মধ্যে থেকে ৫৭ হাজার ৯৮১ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৩ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। গত একদিনে ৯৪১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫০ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২১ জন।
গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ হাজার ৫৮৪ জন। এর ফলে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ পার করে গেল। এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন। দেশে এখন সুস্থতার হার ৭২ শতাংশের ওপরে রয়েছে। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৯২ শতাংশ।