‘শোলে’ সিনেমার জেলের দৃশ্যে এক কয়েদী হিসাবে তাঁর ক্ষণিকের উপস্থিতিও কিন্তু ছাপ রেখে গিয়েছিল রূপোলী পর্দায়। তাঁকে ভুলতে পারেননি দর্শকরা। শোলে ছাড়াও তাঁকে দেখা গেছে ‘দিওয়ার’, ‘পড়োসন’, ‘হরে রামা হরে কৃষ্ণা’, ‘বম্বে টু গোয়া’, ‘করণ অর্জুন’ সহ বেশ কিছু সিনেমায়। অভিনয় প্রতিভার গুণে তাঁকে এরমধ্যেই মনে রেখেছিলেন দর্শকরা। সেই রাজ কিশোর আর নেই।
গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ করতে গিয়ে সিনে এন্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এক সদস্যা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন রাজ কিশোর। তবে শয্যাশায়ী হয়ে পড়েননি। এই ৮৫ বছর বয়সেও হেঁটে চলে নিজের মত ঘুরে বেড়াতেন। গত বৃহস্পতিবার হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হন। গুরুগ্রামের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও এক পুত্র বর্তমান। গত শুক্রবার প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।