বলিউডে পরিবার কেন্দ্রিক ছবি হোক বা প্রেমের ছবি, রাজ কুমার বরজাতিয়া ইতিহাস তৈরি করেছেন। তাঁর প্রযোজনায় একের পর এক সিনেমা বলিউড কাঁপিয়েছে। টিনসেল টাউনে তিনি ছিলেন একজন সহৃদয় ব্যক্তি। বড় মনের মানুষ। সেই রাজ কুমার বরজাতিয়া চলে গেলেন। বলিউডের রাজবাবু-র মৃত্যুর খবরে গভীর শোকাহত গোটা বলিউড। বিশেষত আশি ও নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো মানুষজন তাঁর মৃত্যুতে রীতিমত ভেঙে পড়েছেন।
১৯৪৭ সালে তারাচাঁদ বরজাতিয়ার হাত ধরে জন্ম নেয় রাজশ্রী ফিল্মস। এরপর রাজশ্রী ফিল্মসের ব্যানারে একের পর এক কালজয়ী সিনেমা বলিউড মাতিয়েছে। সেই তারাচাঁদ বরজাতিয়ার ছেলে রাজ কুমার বরজাতিয়া। এদিকে তারাচাঁদের রাজশ্রী ফিল্মস আশির দশকের শেষের দিকে প্রায় বন্ধ হতে বসেছিল। সেই সময় তারাচাঁদের নাতি, রাজ কুমার বরজাতিয়ার ছেলে সূরজ বরজাতিয়ার নির্দেশনায় তৈরি হয় ‘ম্যায়নে পেয়ার কিয়া…’। সলমন খান ও ভাগ্যশ্রী অভিনীত সেই সিনেমা বলিউডে তোলপাড় ফেলে দেয়। এই একটি ছবির হাত ধরে ফের ঘুরে দাঁড়ায় রাজশ্রী ফিল্মস।
রাজশ্রী ফিল্মসের ব্যানারে রাজ কুমার বরজাতিয়ার প্রযোজনায় হিট করে হাম আপকে হ্যায় কৌন…, হাম সাথ সাথ হ্যায়, বিবাহ, প্রেম রতন ধন পাও-এর মত বক্স অফিস পাওয়া সিনেমা। সেই রাজবাবু চলে গেলেন। তাঁর মৃত্যুতে মাধুরী দীক্ষিত থেকে অনুপম খের, সোনি রাজদান থেকে সোনম সহ গোটা বলিউড শোক প্রকাশ করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)