গরুকে জাতীয় পশু ঘোষণা করতে রাজ্য সরকারকে কেন্দ্রের সঙ্গে কথা বলতে নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট। কাউকে গোহত্যায় দোষী পাওয়া গেলে তার যাবজ্জীবন কারাবাসেরও সুপারিশ করেছে হাইকোর্ট। হিঙ্গোনিয়া গোশালা মামলায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানান আদালত। রাজস্থানের মুখ্যসচিব ও অ্যাডভোকেট জেনারেলকে গরুর আইনসঙ্গত রক্ষাকর্তা হিসাবে বেছে নিয়েছে হাইকোর্টের বিচারপতি মহেশ চাঁদ শর্মার বেঞ্চ। গবাদি পশু বিক্রির বাজারে জবাই করার জন্য নয়, কেবলমাত্র চাষাবাদ করার জন্যই মোষ, গরু ও উট কেনাবেচা করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই বিজ্ঞপ্তি মানছেন না। এ রাজ্যে এই বিজ্ঞপ্তি মানা হবে না। মাদ্রাজ হাইকোর্টও এ বিষয়ে কিছুদিন স্থগিতাদেশ জারি করেছে। এই অবস্থায় রাজস্থান হাইকোর্টের এই সুপারিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে।