বলিউডে শোকের ছায়া, প্রয়াত বাঙালি পরিচালক
বলিউডে ফের নামল শোকের ছায়া। চলে গেলেন বাঙালি পরিচালক রজত মুখোপাধ্যায়।
মনোজ বাজপেয়ী, অন্তরা মালি ও বিবেক ওবেরয় অভিনীত সিনেমা রোড বলিউডে হৈচৈ ফেলে দিয়েছিল। বক্স অফিসেও চরম সাফল্য এসেছিল একদম অন্য ঘরানার এই সিনেমার। সেই সিনেমার পরিচালক ছিলেন এক বঙ্গ সন্তান। নাম রজত মুখোপাধ্যায়। রজত মুখোপাধ্যায়ের পরিচালনায় বলিউডে কিন্তু অনেক সিনেমাই সুপারহিট হয়। সেই রজত মুখোপাধ্যায় চলে গেলেন।
বেশ কয়েক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বলিউড পরিচালক। একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। জয়পুরে তাঁর চিকিৎসা চলছিল।
সেখানেই অবশেষে সব লড়াই শেষ করে প্রয়াত হলেন রজত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তাঁর বন্ধু তথা রোড সিনেমার অভিনেতা মনোজ বাজপেয়ী।
পেয়ার তুনে কেয়া কিয়া, লাভ ইন নেপাল-এর মত সিনেমার পরিচালক রজত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক অনুভব সিনহা।
মনোজ বাজপেয়ী লিখেছেন তিনি ভাবতেও পারছেন না যে আর রজত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হবে না। আর এক পরিচালক হনসল মেহতা লিখেছেন মুম্বইতে তাঁরা ২ জনে যখন কঠিন লড়াই চালাচ্ছেন তখন রজত এবং তিনি একসঙ্গে বহুবার খাওয়াদাওয়া করতেন। লড়াইটা একসঙ্গে লড়তেন। তাঁর খুব কাছের বন্ধুকে তিনি হারালেন বলে লিখেছেন হনসল মেহতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা